শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপকূলে ভোরে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন

  |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   58 বার পঠিত

উপকূলে ভোরে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন

সংগৃহীত ছবি

প্রকৃতিতে এখন আশ্বিন মাস। ষড়ঋতূ বৈচিত্রে শরৎ বিদায় নেবার পালা। স্বাভাবিক তাপমাত্রা ও নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে।  ভোর শুরু হওয়ার সঙ্গে মেঘমুক্ত আকাশে সূর্যের ঝলমলে আলোয়।কিন্তু আজ বুধবার ভোরে ভিন্ন চিত্র দেখা গেল উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে। কোথাও ঘনকুয়াশায় আবার কোথাও মাঝারি ধরণের কুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি। শীত ছাড়াই কুয়াশা দেখে অবাক উপকূলবাসী।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বরগুনায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ৫৪ মিনিটে।কিন্তু ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি। প্রায় এক ঘণ্টা পর প্রকৃতি আবার স্বাভাবিক হয়ে ওঠে। দিনের বেলা সূর্যের রোদের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুপুরে ও সন্ধ্যার পরে গরম লাগে।শেষ রাত ও সকাল বেলা হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ কুয়াশা দেখে আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারাও অবাক হয়েছেন। বরিশাল আবহাওয়া অফিসের সহকারি উপ-পর্যবেক্ষক মাসুদ রানা বলেন, ‘প্রায় এক ঘণ্টা ঘন কুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি। মঙ্গলবার ভোর ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।কেন এই কুয়াশা এখনো জানাতে পারিনি।’

স্থানীয়রা বলছেন, আশ্বিন মাস শেষ হবে একসপ্তাহ পড়ে।  কুয়াশা  শীতের আগাম জানান দিচ্ছে। কেউ কেউ বলছেন, এটি এক ধরণের দুর্যোগ। তবে এ তারতম্য মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয়।বেতাগী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ৮৫ বছরের বৃদ্ধ পুলিন বিহারী ঢালী বলেন,  আশ্বিন মাসে এমন ঘন কুয়াশা এর আগে চোখে পড়েনি তার।’

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা। ফিরে আসে সেই শরতের ঝলমলে সূর্যের আলোর ঝলকানি। গত একসপ্তাহ আগে উপকূল জুড়ে ভারি বর্ষণ। তারপর গরম। গত তিনদিন যাবত হঠাৎ কুয়াশা। এতে শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডা জ্বর, বুকে ব্যাথা, ফুসফুসে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, রোদের মধ্যে বেশিক্ষণ চলাচল করা যাবে না। শিশুদের খুবই যত্নে রাখতে হবে, যাতে গরমে ঘাম তাদের শরীরে বসে না যায়। এ ছাড়া শারীরিক অসুবিধা হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

Facebook Comments Box

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!