| মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 290 বার পঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে সাপের কামড়ে কালাম মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আ. রাজ্জাক।
স্থানীয়রা জানান, কালাম মিয়া কাতিনি ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি পেশায় একজন ভ্যানচালক। মঙ্গলবার সকালে প্রতিবেশী কবীর হোসেনের চায়না জালে একটি বিষধর সাপ আটকা পড়লে তা জাল থেকে ছড়াতে যান কালাম। এ সময় সাপটি তাকে ছোবল দেয়।পরে সাপসহ পরিবারের লোকজন কালামকে নিয়ে উপজেলার সাগরদিঘী বাজারে সাপুড়ের কাছে যায়। যাওয়ার পথে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
ইউপি সদস্য আ. রাজ্জাক জানান, অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্থানীয় লোকজন দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder