| বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 271 বার পঠিত
বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ষোষিত সেই দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাকে দল থেকে বাদ দিতে অনেক নাটক হয়।
তামিমের দলে না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন অভ্যন্তরীণ সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম। তামিমের ভিডিওবার্তার পর নানা ইস্যু নিয়ে ব্যাখ্যা দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এ ব্যাপারে বেসরকারি একটি চ্যানেলে একটি প্রোমো ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি প্রচার করা হবে আজ কাংলাদেশ রাত ১১টায়।
Posted ৫:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder