| সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 301 বার পঠিত
পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানসহ তার সমর্থকদের ওপর অতর্কিত গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার রাতে পাবনা জেলা স্কুল থেকে মেহেদী হাসানের সমর্থকদের এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় । সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মাহমুদুল ওয়াহিদ আলাম, মিঠু, রিয়ন আহাদ, সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা সিফাত ও তার সমর্থকরা রাজনীতিকে বিতর্কিত করার জন্য এলাকায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান বলেন, ‘প্রতিবাদ করায় ইতোপূর্বে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। গত শনিবার রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে আবারও হামলা চালানো হয়।
হামলায় ১২ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এ সময় দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। প্রসঙ্গত, গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে পাবনা শহরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হন।
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder