



| মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 240 বার পঠিত

সংগৃহীত ছবি
যশোরের কোতোয়ালি থানা চত্বরে এক নারীকে নিয়ে দুই স্বামীর প্রকাশ্য টানাটানির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দৃশ্য দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে তিনি বিকাশের ঘর ছেড়ে পলাশের হাত ধরে ভারতে গিয়ে বিয়ে করেন। সোমবার রাতে সীমা ও পলাশ যশোরে এসে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে প্রথম স্বামী বিকাশ সেখানে হাজির হন। একপর্যায়ে বিষয়টি গড়ায় কোতোয়ালি থানা পর্যন্ত, যেখানে তিনজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
সীমার দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু বলেন, ‘সীমার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এখন আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু বিকাশ আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।’
অন্যদিকে সীমা অধিকারী বলেন, ‘আমি বিকাশের সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। এসব সহ্য করতে না পেরে পলাশকে বিয়ে করেছি। এখন আর বিকাশের সঙ্গে সংসার করব না।’
তবে বিকাশ অধিকারীর দাবি, ‘সীমার পরকীয়ার কারণে আমার সাজানো সংসার ভেঙে যাচ্ছে। শুধু ঘর ছাড়েনি, নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছে। আমি সীমাকে যেকোনো মূল্যে বাড়ি ফিরিয়ে নিতে চাই।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ যশোরের একটি হোটেল থেকে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।’
ভিডিও লিংক
https://www.facebook.com/watch?v=1490125858780461

Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


