
| রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 181 বার পঠিত
সংগৃহীত ছবি
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রোববার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় এ আগুন লাগে। তবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। নিচতলার স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা। এর পরপরই স্টোররুমে থাকা বেডের ফোমে আগুন লেগে যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার সৃষ্টি হয়।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
manchitronews.com | Staff Reporter