| বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 202 বার পঠিত
নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া থেকে মিলন হোসেন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১ পৌর শহরের মন্ডলপাড়া মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন বাঙ্গাবাড়িয়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, বুধবার দুপুরে নিহত মিলন ও তার স্ত্রী রুমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন।দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী মিলে বাসা পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। রাত ৯ টার দিকে রুমা আক্তার জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder