শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রী তোলা নিয়ে রেষারেষি, প্রাণ গেল ৫ গার্মেন্ট কর্মীর

  |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   59 বার পঠিত

যাত্রী তোলা নিয়ে রেষারেষি, প্রাণ গেল ৫ গার্মেন্ট কর্মীর

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে পাঁচ গার্মেন্টকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার সকাল ৮টায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।  প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী

তারা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।  এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আরেকজনের মৃত্যু হয়। তাঁর নাম সোহেল মিয়া (৩৫)। তিনি ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে। সকালে বাড়ি থেকে কারখানার উদ্দেশে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই সুজন মিয়া।  ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়

।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!