| রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 200 বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুরে হাতের কবজি কেটে টিকটক করা কিশোর গ্যাং ‘আনোয়ার শুটার আনোয়ার গ্রুপ’-এর অন্যতম কমান্ডার মো. ইউনুছ ও তার সহযোগী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার মোহাম্মদপুরের খিলজি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-২।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম। তিনি জানান, খিলজি এলাকায় ছিনতাই করার সশিহাব করিম জানান, সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তারা সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এর মধ্যে কিশোর গ্যাংয়ের এক পক্ষ অন্য পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করে। এ ছাড়া তারা মোহাম্মদপুর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বছিলাসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে।ময় তাদের গ্রেপ্তার করা
তিনি জানান, গ্রেপ্তার ইউনুছের নামে মোহাম্মদপুর থানায় দুটি হত্যার চেষ্টা ও একটি দস্যুতার মামলা এবং আদাবর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। তার সহযোগী সাইফুলের বিরুদ্ধে আদাবর থানায় রয়েছে মানব পাচার মামলা।হয়। তাদের কাছ থেকে ২টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder