| বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 102 বার পঠিত
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৮ দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়েছে। হাসপাতালের গাইনি বিভাগ থেকে এই নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতকটি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
তিনি বলেন, ভোর ৪টার দিকে মুগদা হাসপাতাল থেকে শিশু চুরি হয়েছে। গাইনি ওয়ার্ডের যেখান থেকে শিশু চুরি হয়েছে ওই ফ্লোরের কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। এ রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, এটা দুঃখজনক। ওসি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, আনসার সদস্যসহ ঘটনাস্থলে যারা ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। বাচ্চাকে উদ্ধারের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder