| বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে র্যাব-১৪। আটকরা সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র্যাব।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর চরপাড়ার মো. জুয়েল মিয়া (২৬), মো. আলাল উদ্দিন (৩২), শামসুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), মো. রতন মিয়া (৪৭) এবং পাভেল (২৩)। র্যাব-১৪ উপপরিচালক অপারেশন অফিসার মো. আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দাললরা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হতো টাকা।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder