| মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 197 বার পঠিত
অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, ২০২৩-২৪ মওসুমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল মারাত্মক ঠান্ডা ও তুষারপাতে ভুগবে। সাধারণ শীত ও তুষারপাতের তুলনায় এবারের পরিস্থিতি অনেক বেশি ভোগান্তির হবে বলে ধারনা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এলনিনোর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাকুওয়েদার জানায়, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগর এই পরিস্থিতি মোকাবেলা করবে। তবে সর্বত্র পরিস্থিতি একই হবে না।
উত্তর-পূর্বাঞ্চলকে তুষারপাতের জন্য বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। একের পর এক তুষার ঝড়ে কাবু হয়ে পড়তে পারে জনপদগুলো। নভেম্বরেই প্রথম তুষারপাত হবে। আর পরের ঝাপটা আসবে ডিসেম্বরে। নতুন বছরে আসবে তৃতীয় ধাক্কা।
তুষারে ঢাকা পড়বে লেক ও জলাশয়গুলো। তবে গেলো বছর নিউইয়র্কের বাফেলোয় মারাত্মক তুষার পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো এবছর তেমনটা নাও হতে পারে বলেই ধারণা করছে অ্যাকু ওয়েদার।
এদিকে অপর পূর্বাভাসে বলা হয়েছে চলতি সপ্তাহেই তুষারপাত দেখতে পারে নিউইয়র্কবাসী। আবহাওয়া ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। বিকেলের দিকে ঠান্ডা বাড়ে আর রাতে তা আরও কমে যায়।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder