| বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 136 বার পঠিত
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনে সুন্দর ও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে। ২০০১ এর নির্বাচনের পরে যখন বিএনপি জয়ী হয়, তখন আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। তাদের সংখ্যাগরিষ্ঠতা মেনে নিয়েছে। কিন্তু ২০০৭ সালে এসে বিএনপি সামরিক সরকার প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ঘোলা পানিতে মাছ ধরার মতো চক্রান্ত করেছে।’
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কবির বিন আনোয়ার বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে ষড়যন্ত্রের জবাব দিয়েছে। এমনকি বারবার নির্বাচিত করে বুঝিয়ে দিয়েছে এদেশের মানুষ ভুল করে না। এখনো আওয়ামী লীগের সঙ্গে আছে এদেশের মানুষ। দুর্নীতিবাজদের সঙ্গে তারা নেই। উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে আবারও ভোট চাইতে যাব। এ দেশের মানুষ আমাদের হতাশ করবে না। এই সরকার এ দেশের উন্নয়নে যা কিছু করেছে এবং করে যাচ্ছে তাতে মানুষের বোঝার কথা।’
কবির বিন আনোয়ার আরও বলেন, ‘আমাদের শেখ হাসিনার মতো নেতা আছেন। আমাদের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ এবং এ দেশের জনগণ আছে। কিন্তু তাদের কিছু নেই। দুর্নীতির আসামি তাদের নেতা। রাজাকারের সন্তান তাদের নেতৃত্ব দেয়। সুতরাং বলা যায়, রাজনীতি করার মতো তাদের কিছুই নেই। তারা শুধু ষড়যন্ত্র করতে পারবে কিন্তু কোনো লাভ হবে না।’
কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা যখন জনগণের কাছে যাবো তখন তাদের বলার মতো আমাদের অনেক কিছু আছে। যেমন ২০২১ এর মধ্যে এ দেশকে মধ্যম আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা তা তিনি করে দেখিয়েছেন। এখন তিনি চাচ্ছেন স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন। ২০৪১ সালে এই দেশকে একটি উন্নতশীল আত্মমর্যাদাপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের চিন্তায়, চেতনায়, কাজে ও মননে দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা। তাই এদেশের মানুষ আওয়ামী লীগকে বলবে না কখনো।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder