শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না- মির্জা ফখরুল

  |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   71 বার পঠিত

দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না- মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

বিএনপির দলছুটদের নিয়ে দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভায় আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এখন দল ভাঙার চেষ্টা করা হচ্ছে। দল কখন ভাঙতে যায়, অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয়। সবল থাকলে তো এটা করবে না। আজকে সেজন্য আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনদেরকে নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে।

আমরা খুব পরিষ্কার করে বলি, এগুলো করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এর কোনো বিকল্প কিছু তারা চায় না। আর মেনেও নেবে না।’

বিএনপির সিনিয়র এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই জানিয়ে তিনি বলেন, ‘এটা করার জন্য আইন মন্ত্রণালয়ে সেল তৈরি করা হয়েছে। যাতে দ্রুত সব নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ট্রায়াল করে, সাজা দিয়ে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যায়।’

আমেরিকার ভিসানীতির প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এই অবস্থা কেন? কেন আজকে আমার জাতিকে এই অবস্থায় পড়তে হবে। অনেকে আছেন, খুব খুশি হচ্ছেন। এটা তো খুশির ব্যাপার না। এটা লজ্জা! এর জন্য এই সরকার দায়ী।’

তিনি আরো বলেন, ‘এই যে একটা ভয়াবহ অবস্থা। যে অবস্থায় আজকে সমস্ত বাংলাদেশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। গোটা জাতি বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি বিপদে। কিন্তু বিএনপি কোনো বিপদে না। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আরো সংগঠিত হয়েছে। আরো শক্তিশালী হয়েছে।’

হান্নান শাহ’র প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, হান্নান শাহ’র চলে যাওয়ায় আমাদের রাজনীতিতে বড় একটা শূন্যতা সৃষ্টি করেছে। বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতিতে। সেই রাজনীতিতে অবশ্যই তিনি আমাদের জন্য অগ্রণী সেনা ছিলেন। তার চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!