শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের দিকে তাকিয়ে খালেদা জিয়ার পরিবার

  |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   171 বার পঠিত

সরকারের দিকে তাকিয়ে খালেদা জিয়ার পরিবার

ফাইল ছবি

দেড় মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। প্রায় তিন ঘণ্টা চিকিৎসা শেষে আবার নেওয়া হয় কেবিনে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবার। তাঁর খুব দ্রুত লিভার প্রতিস্থাপন জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক।

বিএনপি চেয়ারপারসনের পরিবারের প্রত্যাশা– তাঁকে বিদেশে নিতে চেয়ে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলবে। আর অনুমতি মিললেই যাতে তাঁকে দ্রুত বিদেশে নেওয়া যায়, সে প্রস্তুতিও রয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে চিকিৎসার বিষয়ে আগ্রহী পরিবার। এ জন্য পরিবারের পক্ষ থেকে ওইসব দেশের বিভিন্ন হাসপাতাল সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন।

জানা গেছে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেকদিন ধরে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনও কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণে তাঁকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে।

এরই মধ্যে গত সোমবার খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার। এ ব্যাপারে আইনি মতামত জানতে চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিভিন্ন মন্ত্রীর বক্তব্যে পরিবারের সদস্যরা ছাড়াও নেতাকর্মীরা আশাবাদী হয়ে উঠছেন।

Facebook Comments Box

Posted ৭:১০ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!