| সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত
রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। নয়া পল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংগীত পরিচালনা করেছেন শিল্পীরা।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder