| রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত
২০১১ বিশ্বকাপ শচীন টেন্ডুলকারের জন্য জিততে চেয়েছিল ভারত। বিশ্বকাপের আগে থেকেই ভারতীয় ক্রিকেটারদের অনেকের মুখে শোনা গেছে তাঁরা টেন্ডুলকারের জন্য ঘরের মাঠে বিশ্বকাপটা জিততে চান। যুবরাজ সিং-হরভজন সিংরা তাঁদের কথা রেখেছিলেন।
নিজের শেষ বিশ্বকাপ ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপায় চুমু আঁকার সৌভাগ্য হয়েছিল টেন্ডুলকারের।ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ আয়োজন করছে ভারত। টেন্ডুলকারের জায়গায় এবার কি বিরাট কোহলির জন্য জান বাজি রাখবেন হার্দিক পান্ডিয়ারা? বিশ্বকাপের শুরু থেকে এ নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ভারতীয় দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা শোনা যায়নি।
কোহলির বয়স ৩৪ হয়ে গেছে।আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না, সে অনিশ্চয়তা আছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে কোহলির জন্য ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কথা বললেও এই দলে নেই হরভজন। তাঁর মতে, তখন প্রেক্ষাপট ছিল এক ধরনের। সময়ের সঙ্গে সেখানে পরিবর্তন এসেছে।
সাবেক এই ভারতীয় অফ স্পিনার বলেছেন, ‘২০১১ এবং ২০২৩ দুই বিশ্বকাপের দলের মাঝে পার্থক্য আছে। ২০১১ সালের দলটা একতাবদ্ধ ছিল। সবাই টেন্ডুলকারের জন্য এটা জিততে চেয়েছিল। আমি আসলে ২০২৩ সালের দল সম্পর্কে জানি না। আমার সন্দেহ হয় কেউ এমন সম্মান অর্জন করতে পেরেছি কি না, যেটা টেন্ডুলকার করেছিলেন।
তাই কোহলি কিংবা রাহুল দ্রাবিড়ের জন্য নয়, ভারতের জন্য বিশ্বকাপ জেতার কথা বলেছেন হরভজন, ‘আমি নিশ্চিত সব খেলোয়াড়ই দেশের জন্য বিশ্বকাপ জিততে চায়। কিন্তু আমি সন্দিহান কেউ নির্দিষ্ট কোন খেলোয়াড়ের জন্য জিততে চায় কি না। তুমি ভারতের হয়ে খেলো, আমরা সবাই ভারতের জয়ের জন্য প্রার্থনা করি। আমরা কখনোই কোহলি কিংবা দ্রাবিড়ের জয়ের জন্য প্রার্থনা করি না।’
Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder