| বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত
সাকিব আর তার মুখ দেখাতে চান না। কিন্তু, কেন দেখাবেন না! হঠাৎ কী এমন হলো যে বিশ্বকাপের একদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার এমন কথা জানালেন? তবে কি সাকিব বিশ্বকাপে খেলতে মাঠে নামছেন না? তাহলে টিম বাংলাদেশকে মাঠে নেতৃত্ব কে দেবেন? এমন হাজারো প্রশ্ন এখন দেশের সবার মনে।
বুধবার সাকিবের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন ‘এই মুখ আর দেখাবো না।’ এই স্ট্যাটাস দেখার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার ঝড় শুরু হয়ে যায়।
Posted ৭:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder