| সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তার অধীনে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর ভালো সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু লোয়ার অর্ডারে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দৃঢ়তায় ২ উইকেটে জিতেছে ওয়ানডের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সোমবার এমসিজি’তে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাজে শুরু করে পাকিস্তান। ৭০ রানে ৪ উইকেট হারায় দলটি। ওপেনার আব্দুল্লাহ শফিক (১২), সাইম আইয়ূব (১) ব্যর্থ হন। দলের ২৪ রানে ফেরেন দু’জনই। তিনে নামা বাবর আজম ও চারে নামা অধিনায়ক রিজওয়ান ৩৯ রানের জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠার আশা দিয়ে ব্যর্থ হন। বাবর ফিরে যান ৩৭ রান করে। পরেই ৫ রান করে সাজঘরে ফেরেন কামরান ঘুলাম।
ওই ব্যর্থতা পাকিস্তান আর কাটিয়ে উঠতে পারেনি। তবে রিজওয়ানের ৪৪ রানে এবং লোয়ারে অর্ডারে পেস অলরাউন্ডার ইরফান খানের ২২, শাহিন আফ্রিদির ২৪ ও নয়ে নামা নাসিম শাহ’র ৪০ রানে ভর করে ৪৬.৪ ওভারে ২০৩ রান তোলে পাকিস্তান।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ২৮ রানে হারায় ২ উইকেট। মিডলে ছোট ছোট ছুটি হলেও ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে হারের পথে পা বাড়ায়। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্স ৩১ বলে ৩২ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। এর আগে স্টিভ স্মিথ ৪৪ ও জস ইংগলিশ ৪৯ রানের ইনিংস খেলেন।
অল্প রানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ দারুণ বোলিং করেছেন। স্টার্ক ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। কামিন্স ও জাম্পা দুটি করে উইকেট নেন। তবে লেগ স্পিনার জাম্পা ১০ ওভারে ৬৪ রান খরচা করেন। পাকিস্তানের রউফ ৩টি ও শাহিন ২ উইকেট নেন।
Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
manchitronews.com | Staff Reporter