| রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 187 বার পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি-বিদেশি মিলিয়ে ১৪ জন ক্রিকেটার সরাসরি নিয়েছে। রংপুর রাইডার্স নিয়েছে ১১ জন। ফরচুন বরিশাল রিটেইন করেছে ১০ জন। বলতে গেলে বড় ফ্র্যাঞ্চাইজিগুলো মোটামুটি দল গুছিয়ে নিয়েছে। মুশফিকুর রহিম ছাড়া দল পেয়ে গেছেন তারকা ক্রিকেটারদের প্রায় সবাই। সেদিক থেকে দেখলে আজকের প্লেয়ার্স ড্রাফ অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র।
ক্যাটেগরি অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে মুশফিকের সম্মানী নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটেগরিতে রাখা হয়েছে চারজনকে। ৫০ লাখ টাকার সম্মানীর তালিকায় থাকা ক্রিকেটার হলেন– আফিফ হোসেন, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তবে পেসার এবাদতের ১০ম বিপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ডান হাঁটুর এসিএল লিগামেন্ট পুনঃস্থাপন করতে এ মাসের শুরুতে ইংল্যান্ডে অস্ত্রোপচার করা হয় তাঁর হাঁটুতে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে ম্যাচ খেলার মতো ফিট হতে ছয় থেকে ৯ মাস লাগতে পারে। তবুও তাঁকে প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে।
জাতীয় দল এবং উদীয়মান মিলিয়ে ‘সি’ ক্যাটেগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এ বিভাগের খেলোয়াড় সম্মানী ৩০ লাখ টাকা। বিপিএলের নবম আসরে দল না পাওয়া সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও রাখা হয়েছে এই তালিকায়। এ ছাড়া ২০ লাখ টাকার ‘ডি’ ক্যাটেগরিতে ৩১ জন, ১৫ লাখ টাকার ‘ই’ ক্যাটেগরিতে ৭৫ জন, ১০ লাখ টাকার ‘এফ’ ক্যাটেগরিতে ২৯ জন এবং ৪৫ ক্রিকেটার নিয়ে গড়া ‘জি’ ক্যাটেগরির সম্মানী ৫ লাখ টাকা।
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder