| শনিবার, ০৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 94 বার পঠিত
আফগানিস্তানের লক্ষ্যটা ১৫৭ রানের। তবে রান রেটের কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব এই লক্ষ্য তাড়া করতে চাইবে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখাদলীয় ১৯ রানে তানজিদ হাসান তামিম রানআউট হয়ে ফেরেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচে ৫ রানে থেমেছে তানজিদের ইনিংস। বলটা কাভারে ঠেলে রান নেওয়ার জন্য একটু ঝুঁকেছিলেন লিটন দাস। তাতেই তানজিদ দৌড়ে উইকেটের প্রায় মাঝে চলে আসেন।র সময় এরই মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান।ফল যা হওয়ার তাই হয়েছে। নাজিবউল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রানআউট হয়েছেন তানজিদ।
তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। ফজল হক ফারুকির অফ স্টাম্পের বাইরের বলটা আয়েশি ভঙ্গিতে খেলতে গিয়ে স্টাম্পে ডেকে এনেছেন লিটন।বোল্ড হয়ে তাঁর ১৮ বলে ১৩ রানের ইনিংসটি থেমেছে। এখন উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। মিরাজ ২৬ ও নাজমুল ১২ রানে অপরাজিত আছেন।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder