| শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত
মাহমুদউল্লাহ রিয়াদের দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার ম্যাচে ৮৬ রানে হেরে গেল বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশ শেষে ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে করতে পেরেছে মোটে ১৬৮ রান। এ ম্যাচের আগে সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে টাইগারদের হারিয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচের মধ্য দিয়ে ৩ ম্যাচ সিরিজে ব্ল্যাকক্যাপসরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
এদিন রান তাড়ায় শুরুতেই লিটনকে হারানোর পর তামিম ও তানজিদের জুটিতে সে চাপ সামাল দিয়েছিল বাংলাদেশ। তবে মাঝে দ্রুত উইকেট হারিয়ে আবার চাপে পড়ে তারা। মাহমুদউল্লাহ ও মেহেদীর জুটি শেষ আশা জোগালেও কাজে আসেনি সেটি। তামিম ও মাহমুদউল্লাহ—দুজনই ৪০ পেরোলেও ফিফটিই পাননি।
২৫৫ রানের লক্ষ্যে বাংলাদেশ থেমেছে বেশ আগেভাগেই। ৩৯ রানে ৬ উইকেট নিয়ে বড় ক্ষতিটা করেছেন লেগ স্পিনার ইশ সোধি। অথচ আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের স্কোর এক সময় ছিল ৭ উইকেটে ১৮৭ রান। সেখান থেকে টেল এন্ডারদের দৃঢ়তায় নিউজিল্যান্ড যায় ২৫৪ রান পর্যন্ত। নিউজিল্যান্ডকে বেশ চাপে ফেলেও সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
Posted ৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder