| বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত
চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ১৯৯৯ সাল থেকে ক্রিকেটের সবচেয়ে বড় এ আয়োজনের সব আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের উন্মাদনায় দর্শকদের গান আর সুরে মাতিয়ে রাখতে তৈরি হচ্ছে নতুন নতুন গান। প্রথম বিশ্বকাপে প্রকাশ হয় ‘গুডলাক বাংলাদেশ’ শিরোনামের গান।
অভিনেতা আসাদুজ্জামান নূরের লেখা ওই গানে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শুভ্র দেব ও শাকিলা জাফর। গানটির সুর করেছিলেন শুভ্র দেব। প্রায় দুই যুগ পর ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে নতুন করে তৈরি হলো ‘গুডলাক বাংলাদেশ’। এবারও গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব। তাঁর সঙ্গে আছেন সোমনূর মনির কোনাল, তরিক মৃধা ও অনন্যা। ভিডিও নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অনন্যা রুমা। গতকাল বাংলাদেশের ম্যাচ চলাকালীন চ্যানেল আইয়ে প্রচার শুরু হয়েছে গানটির।
গানটি শুভ্র দেব বলেন, ‘গুডলাক বাংলাদেশ’ গানটি আমার অনুরোধে লিখেছিলেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নুর। প্রায় ২৩ বছর পর আবার নতুন করে গানটি রেকর্ডিং হলো। আমার সঙ্গে কোনাল অসাধারণ গেয়েছেন। এ গানটি নিয়ে অনেক স্মৃতি। ১৯৯৯ সালে এই গান গেয়ে গেয়ে রাস্তায় মিছিল হয়েছিল। চ্যানেল আইকে ধন্যবাদ গানটি নতুন করে তৈরি করার জন্য। ’
কোনাল বলেন, গানে গানেই শিল্পীরা শুভকামনা জানায়। প্রথমবার বাংলাদেশ যখন বিশ্বকাপে অংশ নেয়, সে সময় প্রকাশ হয়েছিল ‘গুডলাক বাংলাদেশ’। তখন আমি দেশে ছিলাম না। পরে ইউটিউবে গানটি শুনেছি। তারকা শিল্পীরা এটি গেয়েছিলেন। আবার নতুন করে গানটি রেকর্ড হয়েছে। এর শিল্পী হিসেবে আমি অন্তর্ভুক্ত হয়েছি, এটি সম্মানের। আশা করছি, ক্রিকেটপ্রেমীরা গানটি শুনে আরও উজ্জীবিত হবেন। ’
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder