| বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত
সালমান খানের প্রেম-বিয়ে নিয়ে ভক্ত অনুরাগীদের যেন কৌতূহলের শেষ নেই। রোববার (৮ অক্টোবর) নিজের এক্স অ্যাকাউন্টে ‘রহস্যময়ী’ এক নারীর সঙ্গে ছবি দিলেন ভাইজান। তার সেই ছবি ঘিরে ভক্তদের মাঝে শুরু হয় নানান জল্পনা। ভক্তদের প্রশ্ন একটাই, কে এই ‘রহস্যময়ী’? প্রেমিকা নয়, বরং বোনঝি আলিজা অগ্নিহোত্রীকে প্রকাশ্যে নিয়ে আসলেন। আলিজাকে সঙ্গে নিয়েই বিয়িং হিউম্যানের মেয়েদের পোশাক লঞ্চ করলেন সালমান।
বোনঝি আলিজা অগ্নিহোত্রী। যিনি ভাইজানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ‘ফারে’ ছবি দিয়েই আলিজা বলিউডে পা রাখতে চলেছেন। নভেম্বর মাসের ২৪ তারিখ রিলিজ করবে সেই ছবি।প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন চলছে না সালমানের ছবি। আগের ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’ মুখ থুবড়ে পড়েছিল।
তারপর থেকেই একটা হিট পাওয়ার জন্য মুখিয়ে আছেন সালমান। এখন পুরো নজর ‘টাইগার ৩’র দিকে। দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটি। এতে সালমান সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, আশুতোষ রানা প্রমুখ।
Posted ৯:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder