রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির অভিযোগ অস্বীকার পিএসজির

  |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   263 বার পঠিত

মেসির অভিযোগ অস্বীকার পিএসজির

ফাইল ছবি

বিশ্বকাপ জয়ের পর উপযুক্ত সম্মান পাননি বলে তৎকালীন ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) বিরুদ্ধে লিওনেল মেসি যে অভিযোগ করেছিলেন তা অস্বীকার করেছে ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে মেসির ওই অভিযোগ অস্বীকার করেন পিএসজির সভাপতি নাসের আল -খেলাইফি। আরএমসি স্পোর্টসকে কাতারের এই ধনকুবের বলেছেন,‘ সবাই দেখেছে মেসিকে নিয়ে (আমাদের) উদযাপন। কারণ আমরা এর একটি ভিডিও প্রকাশ করেছি। আমরা ব্যক্তিগত ভাবে তাকে নিয়ে উদযাপন করেছি।

তবে আমাদের ক্লাবটি ফ্রান্সের। স্টেডিয়ামে উদযাপন অবশ্যই (আমাদের জন্য) সংবেদনশীল ছিল। তিনি যে দেশটিকে হারিয়েছেন সেই দেশটিকেও আমাদের সম্মান জানাতে হবে। কারণ তার সতীর্থরা ছিল ফরাসি দলের। সেই সঙ্গে আমাদের সমর্থকরাও।’

আল -খেলাইফি যে ভিডিও প্রদর্শন করেছেন সেখানে বিশ্বকাপে জয় উযাপনের অনুষ্ঠানে দেখা যায় মেসিকে।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা লিওনেল মেসি দাবী করেন আর্জেন্টিনার হয়ে বিশ^কাপের শিরোপা জয় করে ফেরার পর তাকে স্বীকৃতি দেয়নি ফরাসি ক্লাবটি।

মেসি বলেন,‘ আমিই একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় ছিলাম, যে কিনা নিজ ক্লাবে  বিশ্বকাপ জেতার জন্য সংবর্ধনা পাইনি। তবে ওটা তেমন বড় ব্যাপার নয়।’

মেসি বলেন,‘ তবে এটি ঠিক যে, আমিই ওই দলের খেলোয়াড় যারা তাদের (ফরাসিদের) দলকে ফাইনালে হারিয়েছি, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি। এটি বাস্তবতা।’ তবে

মেসি বলেন,‘ সত্যিটা হচ্ছে এমবাপ্পের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। (পিএসজিতে) সব খেলোয়াড়ের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল।’

ক্লাব থেকে বিদায় নেয়ার সময় মেসির চোখে জল আসার উপক্রম হয়। কারণ দর্শকরা তাকে দুয়ো ধ্বনি দিচ্ছিল এবং সতীর্থ এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়ে উল্লাস করছিল। মেসি বলেন,‘ আমি সব সময় বলছি এর কারণ ছিল। আমি সেখানে (পিএসজি) ভালো না থাকলেও সেখানে থাকার সময়ে আমি বিশ্বকাপ জিতেছি।’

নিজের বর্নিল ক্যারিয়ারে মেসি রেকর্ড সাতবার ব্যালন ডি’অর খেতাব জয়ের পাশাপাশি ইউরোপের সর্বোচ্চ গোল্ডেন বুটও জয় করেছেন।

Facebook Comments Box

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!