| মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 110 বার পঠিত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ এই পেসার। প্রথমে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে শুরুতেই জোড়া উইকেট শিকার করেছেন। শুধু তাই নয়, শেষ ওভারে প্রবল চাপের মুখে দুর্দান্ত বোলিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অভিষিক্ত সাকিব।
জাতীয় দলে স্বপ্নের মত অভিষেক হলেও তানজিম সাকিব এরই মাঝে পড়ে গেছেন তীব্র সমালোচনার মুখে। তবে মাঠের খেলার কোনো কারণে নয়, তানজিম সমালোচনার মুখে পড়েছেন তার পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে। এরমধ্যে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে। যা নিয়ে বেশ তোপের মুখে পড়েছেন জুনিয়র সাকিব। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নজর এড়ায়নি। জানা গেছে, এ বিষয়টি খতিয়ে দেখছে বোর্ড।
সংবাদ সংস্থা এএফপিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই ব্যাপারে ক্রিকেটার তানজিম সাকিবের সঙ্গেও কথা বলবে বিসিবি। গণমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা ওর সাথে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’
তানজিম তার ছোট ক্যারিয়ারে এ পর্যন্ত খেলেছেন ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ। বাংলাদেশকে ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder