| সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভ্যতা-ভব্যতা রেখে কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘মহান ৭ নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্র আন্দোলনের বন্ধুদের বলবো, আমরা সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। বাচ্চা জন্ম হতেও একটি নির্দিষ্ট সময় লাগে ১০ মাস ১০ দিন। হিসাবে করে দেখেন, ২৮ অক্টোবর ২০২৩ থেকে ঠিক ১০ মাস পরেই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, সন্তানরা কথায় কথায় পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। সভ্যতা-ভব্যতা রেখে তারপর যেটা সমীচীন সেভাবে কথা বলবেন। আপনাদের নেতৃত্বেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। তার অর্থ এই না, বাবারা বা বয়স্করা যা করেছেন তা বাতিল হয়ে গেছে। আপনাদের এই চিন্তা বাদ দেন। আর না হয় কিন্তু আবার ৭ নভেম্বরের পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে। সেই পরিস্থিতি আমরা আর নতুন করে চাই না।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
manchitronews.com | Staff Reporter