| শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 106 বার পঠিত
গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই ধারাভাষ্যকার দীনেশ কার্তিক খবরটা দিয়েছিলেন। আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে নাকি চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক। তার বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ।
সাকিবের ইনজুরির খবরটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। শঙ্কা জাগে ইংল্যান্ডের বিপক্ষে ২ অক্টোবরের প্রস্তুতি ম্যাচ তো বটেই, ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচও নাকি মিস করতে পারেন তিনি। এমনিতেই তামিম ইকবালের স্কোয়াডে না থাকা নিয়ে বিতর্কে জেরবার অবস্থা, তার ওপর আসর শুরুর আগেই সাকিবের চোট! বাংলাদেশের জন্য বড় আঘাতই।
তবে বাংলাদেশ ক্রিকেট দলের সূত্র নিশ্চিত করেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। এমন স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
এরপরই সুজন বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানান খালেদ মাহমুদ সুজন। তবে দলের প্রয়োজন পড়লে অবশ্যই ব্যাট হাতে নামতো নাজমুল শান্ত।
Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder