| শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 108 বার পঠিত
ইউএস ওপেন কাপের ফাইনালে বৃহস্পতিবার খেলা হয়নি লিওনেল মেসির। শিরোপা বঞ্চিত হয়েছে তার দল ইন্টার মায়ামি। মন ভেঙেছে ভক্তদের। তিনি কবে মাঠে ফিরবেন তাও এখনও নিশ্চিত নয়।
ইন্টার মায়ামির এখনও লিগ মৌসুমের পাঁচটি ম্যাচ বাকি আছে। মায়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার আগে মাঠে দেখা যাবে মেসিকে।
মেসির মাঠে ফেরা নিয়ে যখন অনিশ্চয়তা তখনই সংবাদ মাধ্যম দিয়েছে এক খবর। মেসি এবং রোনালদোর মুখোমুখি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তারা।
প্রস্তাবটা একটি আন্তর্জাতিক মার্কেটিং প্রতিষ্ঠানের। তারা চায়, চীনে ইন্টার মায়ামি এবং আল নাসর একটি প্রীত ম্যাচ খেলুক। অর্থাৎ মেসি ও রোনালদো মুখোমুখি হোক।
ওই খবর দিয়েছেন, সৌদি আরবের সাংবাদিক আবু আবেদল্লাহ। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইন্টার মায়মির লিগ মৌসুম শেষেই হতে পারে ওই ম্যাচ।
রোনালদো এবং মেসি দু’জনই ইউরোপ ছাড়ার পর তারা মুখোমুখি হননি। সর্বশেষ গত জানুয়ারিতে পিএসজির মেসি ও আল নাসরের রোনালদো প্রীতি ম্যাচ খেলেছে।
Posted ৫:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder