| শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তিনটি স্থানে প্রায় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে একুশে ফেব্রুয়ারির সঠিক ইতিহাসসহ বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। আলোচনা সভা, নতুন প্রজন্মের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পৃথকভাবে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
Posted ৬:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
manchitronews.com | Pabitra talukder