| রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 129 বার পঠিত
বিশ্বকাপে রানের বন্যা বইবে, এমনই পূর্বাভাস ছিল। আর দুর্ভাবনা ছিল সেক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য এবারের বিশ্বকাপ কতো বড় চ্যালেঞ্জ হবে? বিশেষ করে ধুন্ধুমার ব্যাটিং করা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরে। তবে ধর্মশালার উইকেট এবং কন্ডিশন দেখে সাকিব আল হাসানের মনে হচ্ছে, ২৭০ রানের মত করতে পারলেই ইংল্যান্ডকে হারানো সম্ভব।
গতকাল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আবাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ভেন্যুর শহর থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন,‘আফগানিস্তান ম্যাচের পর সাকিবের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। ও বলছিল যে, উইকেট যেমন, তাতে ইংল্যান্ডের সঙ্গে ২৭০ প্লাস রান করলেই জেতা সম্ভব।’ আশরাফুল আরো যুক্ত করেন, ‘এখনকার আউটফিল্ড খুব ভারি। আর উইকেটও খুব বেশি রানের নয়।গে ধর্মশালা থেকে টি-স্পোর্টসের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder