শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইফোনে এখন থেকে কল রেকর্ড করা যাবে

  |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত

আইফোনে এখন থেকে কল রেকর্ড করা যাবে

প্রতীকি ছবি

বরাবরের মতোন আবারো নতুন ফিচার যুক্ত হচ্ছে আইফোন ব্যবহারকারীদের জন্য। এতদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেলেও আইফোন ব্যবহারকারীরা পেতেন না। সুবিধাটি হচ্ছে আইফোনে এখন কল রেকর্ড করা যাবে।

আইফোনের জন্য লেটেস্ট আইওওস ১৮.১ ভার্সন নিয়ে এসেছে অ্যাপল। এই ভার্সন আপডেট করলেই কল রেকর্ডিং করা যাবে। শুধু তাই নয়, চাইলে কল রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপশনও পেয়ে যাবেন ইউজার। তবে লেটেস্ট আইওওস ১৮.১ ভার্সন সাপোর্ট করবে, এমন আইফোন থাকতে হবে।

আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এসই (সেকেন্ড জেনারেশন বা তার পরবর্তী মডেল) ফোনগুলোতে আইওওস ১৮.১ ভার্সন সাপোর্ট করবে।

>> প্রথমে আইফোনের ফোন অ্যাপে গিয়ে কল করতে হবে।
>> কলের সময় স্ক্রিনের উপরে বাম দিকে ‘স্টার্ট কল রেকর্ডিং’ অপশন আসবে।
>> এতে ক্লিক করলে দুজনের কাছেই অডিও নোটিস যাবে, যে কল রেকর্ড করা হচ্ছে।
>> রেকর্ডিং বন্ধ করতে চাইলে ‘স্টপ’ বাটনে ক্লিক করতে হবে। ফোন কেটে দিলেও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।
>> নোটস অ্যাপে ‘কল রেকর্ডিং’ নামে একটি ফোল্ডার রয়েছে। সেখানেই সব রেকর্ডিং জমা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!