সোমবার ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন মার্ক জাকারবার্গ

  |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   692 বার পঠিত

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন মার্ক জাকারবার্গ

ফাইল ছবি-মার্ক জাকারবার্গ

জেফ বেজোস ও বার্নার্ড আরনল্টকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়েছে, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার। খবর সিএনএনের।

সিএনএন বলছে, জাকারবার্গের সামনে এখন শুধু ইলন মাস্ক। ব্লুমবার্গ জানিয়েছে, জাকারবার্গের সম্পদ ২০২৪ সালে ৭৮.১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বে ২০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য শুধু তিনজন। তারা হচ্ছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোস।

টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫৬ বিলিয়ন ডলার। এ ছাড়া অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ২০৫ বিলিয়ন ডলা। তবে বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ-এর সিইও আরনল্ট সম্প্রতি ২০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে বাদ পড়েছেন। তার সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৩ বিলিয়ন ডলারে।

গত ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো পরিচালনা করে। জাকারবার্গের অনেক সম্পদ মেটা প্ল্যাটফর্মগুলোর বিভিন্ন শেয়ারের সঙ্গে যুক্ত।

 

Facebook Comments Box

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!