শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫২ মিনিটের পথ ‘ফ্লাইং ট্যাক্সি’ পাড়ি দেবে ১৯ মিনিটে!

  |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

১৫২ মিনিটের পথ ‘ফ্লাইং ট্যাক্সি’ পাড়ি দেবে ১৯ মিনিটে!

প্রতীকি ছবি

নগরবাসীদের তীব্র যানজটের ঝক্কি থেকে মুক্তি দিতে ফ্লাইং ট্যাক্সি চালু হচ্ছে ভারতের বেঙ্গালুরু রাজ্যে। আকাশপথে যাত্রায় বিপ্লব আনার লক্ষ্যে শহরটিতে সাত আসনের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি চালু করছে সারলা এভিয়েশন নামক প্রতিষ্ঠান। সম্প্রতি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) পরিচালনার দায়িত্বে থাকা বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (বিআইএএল) সরলা এভিয়েশনের সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি চালুর জন্য চুক্তি সম্পন্ন করেছে।

এ দুটি প্রতিষ্ঠান একটি যৌথ বিবৃতিতে বলেছে, তারা বৈদ্যুতিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং বিমান নিয়ে গবেষণা করে আকাশপথে পরিবহনের টেকসই সমাধানে আগ্রহী। এই উদ্যোগ ভারতের আকাশপথের যাত্রায় বিপ্লব আনবে বলে আশা করা হচ্ছে। সরলা এভিয়েশন জানিয়েছে, তাদের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সিতে আসন থাকবে সাতটি। এর লক্ষ্য দ্রুততর, পরিচ্ছন্ন ও সাশ্রয়ী সেবা দেওয়া।

কোম্পানিটি জানিয়েছে, ফ্লাইং ট্যাক্সিতে করে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইলেকট্রনিকস সিটি পর্যন্ত প্রস্তাবিত রুট পাড়ি দিতে সময় লাগবে ১৯ মিনিট। সড়কপথে এ পথ পাড়ি দিতে সময় লাগে ১৫২ মিনিট। এ রুটে ফ্লাইং ট্যাক্সির ভাড়া হবে ১ হাজার ৭০০ রুপি।

সারলা এভিয়েশনের সহপ্রতিষ্ঠাতা ও সিইও অ্যাড্রিয়ান শ্মিট বলেন, ‘আমাদের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি আস্থা ও কর্মক্ষমতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।’ তাদের ফ্লাইং ট্যাক্সি আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য ফ্লাইং ট্যাক্সির কার্যক্রম শুরু হতে আরও দুই-তিন বছর সময় লাগবে বলে জানিয়েছে সরলা এভিয়েশন। তারা আরও জানায়, বৈদ্যুতিক ট্যাক্সি প্রথাগত হেলিকপ্টার পরিষেবার চেয়ে পরিচ্ছন্ন, শান্ত ও তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হতে পারে। বেঙ্গালুরুভিত্তিক সারলা এভিয়েশন ভারতের সবচেয়ে যানজটপূর্ণ চার শহর বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি ও পুনেতে সাশ্রয়ী মূল্যে ফ্লাইং ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!