শুক্রবার ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের সব পোস্ট একবারে ডাউনলোড করার নিয়ম

  |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   180 বার পঠিত

ফেসবুকের সব পোস্ট একবারে ডাউনলোড করার নিয়ম

প্রতীকি ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমরা প্রতিনিয়ত কত কিছুই তো শেয়ার করি। নিজের পছন্দ-অপছন্দ থেকে শুরু করে নিজের ব্যক্তিগত মতবাদও পোস্ট করেন অনেকে। তবে এসব পোস্ট একটা সময় অনেকের কাছে বিব্রতকর অথবা স্মৃতির কারণ হয়েছে দাঁড়ায়। তখন ফেসবুকের সেসব পোস্ট একেবারে ডাউনলোড করতে চান তারা।

আবার দেখা যায়, অনেকে নিজের অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দিতে চান। তাই সব স্মৃতির একটি ব্যাকআপ রাখতে সব পোস্ট একেবারে ডাউনলোড করতে চান। এ কাজটি ফেসবুকের নিজস্ব টুলস ব্যবহার করে সহজেই সব পোস্ট ফাইল আকারে এক জায়গায় ডাউনলোড করা সম্ভব।

সব পোস্ট একেবার ডাউনলোড করবেন যেভাবে—

১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।

২. এর পর মেন্যু (তিনটি আনুভূমিক লাইন) আইকোনে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ডানপাশের ওপরের দিকে থাকে। আর আইওএসের ক্ষেত্রে ডানপাশের নিচের কোনায় থাকবে।

৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন ট্যাপ করুন।

৪. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।

৫. এবার মেটার ‘অ্যাকাউন্ট সেন্টার’ সেকশনের ওপর ট্যাপ করুন।

৬. অ্যাকাউন্ট সেটিংস সেকশনের নিচে ‘ইউওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ অপশনে ট্যাপ করুন।

৭. পরের পেজে ‘ডাউনলোড ইউওর ইনফরশেন’ অপশনে ট্যাপ করুন।

৮. এবার ‘ডাউনলোড ওর ট্যান্সফার ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।

৯. নতুন পেজে দুটি অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে ‘স্পেসিফিক টাইপস অব ইনফরমেশন’ নির্বাচন করুন।

১০. ফেসবুকের যেসব কনটেন্ট ডাউনলোড করা যাবে সেগুলোর তালিকা এই পেজে দেখা যাবে।

১১. এখন ‘পোস্টস’ অপশনটি খুঁজে বের করুন ও এরপাশের চেকবক্সে ট্যাপ করে টিক চিহ্ন দিন।

১২. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।

১৩. পোস্টসংবলিত ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করুন। নিজের ফোনে ডাউনলোড করার জন্য ‘ডাউনলোড টু ডিভাইস’ অপশনে ট্যাপ করুন।

১৪. নতুন পেজ চালু হলে অনেক অপশন দেখা যাবে।

ডেট রেঞ্জ: এই অপশন থেকে কয়দিনের পোস্ট ডাউনলোড করবেন তা নির্বাচন করতে পারবেন।

ফরম্যাট: ফাইলটি কোন ফরম্যাটে ডাউনলোড হবে তা নির্বাচন করুন।

মিডিয়া কোয়ালিটি: এই অপশন থেকে ফাইলের মিডিয়াগুলো ‘হাই’, ‘মিডিয়াম’ ও ‘লো’ কোন মানে ডাউনলোডে হবে তা নির্বাচন করা যাবে।

১৫. প্রয়োজন অনুসারে অপশন নির্বাচনের পর ‘ক্রিয়েট ফাইলস’ বাটনে ট্যাপ করুন।

১৬. ডেটার আকার অনুযায়ী ফাইলটি তৈরি করতে সময় নেবে ফেসবুক। ফাইলটি ডাউনলোডের জন্য তৈরি হলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে।

১৭. এরপর ‘ডাউনলোড ইউওর ইনফরমেশন’ পেজে আবার প্রবেশ করুন।

১৮. এখন পোস্টের ফাইলটির নিচে ‘ডাউনলোড’ বাটনে ট্যাপ করুন।

এভাবে আপনার ফোনে ফেসবুকের পোস্টগুলো ‘জিপ’ ফাইলে আকারে আপনার ফোনে ডাউনলোড হবে।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!