| বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 157 বার পঠিত
এখনও বিশ্বব্যাপী চলছে ‘জওয়ান’ ঝড়। একের পর এক রেকর্ড গড়ে বক্স অফিস তোলপাড় করে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির মাত্র ১৩তম দিনে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমাটি ভারতীয় বক্স ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। এর আগে দ্রুতদম সময়ে ৫০০ কোটির ঘরে পৌঁছনোর রেকর্ডটিও ছিল শাহরুখ খানের।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। এবার ‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটে (এক্স) জানিয়েছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ৪৫০ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’ সিনেমা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ১৩ দিনে ‘জওয়ান’ হিন্দি ভার্সনে আয় করেছে ৪৫০ কোটি রুপি। এ মাইলফলক স্পর্শ করতে ‘গদর টু’ সিনেমার ১৭ দিন লেগেছিল, ‘পাঠান’ সিনেমার লেগেছে ১৮ দিন, ‘বাহুবলি টু’ (হিন্দি ভার্সন) সিনেমার লেগেছে ২০ দিন।
১৩ দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৫১০.২৪ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮৩ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
manchitronews.com | Pabitra talukder