| রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 136 বার পঠিত
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মা-বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
যেখানে বাবা মায়ের ৬৪তম বিয়ে বার্ষিকী উল্লেখ করি লিখেছেন, ‘৬৪তম বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা প্রয়াত শ্রদ্ধেয় আব্বা-আম্মা। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। আল্লাহ আপনি মহান।’
পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও সংগীত শিল্পীর প্রয়াত বাবা মায়ের জন্য দু’আ করেছেন। আহমেদ ফয়ের নামে একজন লিখেছেন, ‘আল্লাহ আপনার আম্মা আব্বাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।’
সাগর হাসান লিখেছেন, ‘আল্লাহ সর্ব শক্তিমান, রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।’ রোহান নামে আরে অনুরাগীরা ভাষ্য, ‘আল্লাহ আপনার আব্বা আম্মাকে জান্নাতের মাকাম দান করুক আমিন।’
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
manchitronews.com | Staff Reporter