| রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 257 বার পঠিত
অবশেষে চূড়ান্ত হলো বহু প্রতীক্ষিত ছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর মুক্তির দিনক্ষণ। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ ছবি। তবে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে সেখানে ২৮ অক্টোবরে মুক্তির কথা। এদিকে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তবে সূত্র জানিয়েছে সিনেমাটি ১৩ অক্টোবর মুক্তি পাবে বাংলাদেশে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছবি মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ট্রেলার উদ্বোধন করবেন।
সম্প্রতি ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির। এ উপলক্ষে টরন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। উৎসবে ছবির দর্শক প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। অভিনেতা আরিফিন শুভর কথায়, ‘যে ছবিটি ইতিহাসের একটি অংশ হয়ে উঠেছে, কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হওয়াটা অন্য রকম ভালো লাগার। উৎসবে যোগ দিয়ে কানাডাপ্রবাসী বাঙালিদের সঙ্গে ছবিটি দেখার সুযোগ পাওয়ায় আমি ধন্য।’
একই রকম অনুভূতির কথা জানিয়েছিলেন ছবির অন্য শিল্পীরাও। উৎসব চলাকালে পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছিলেন, এই উৎসবে প্রদর্শনীর পর আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে কথা অনুযায়ী এবার এলো ছবি মুক্তির চূড়ান্ত ঘোষণা।
২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ। একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয় ছবিটির শুটিং। ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ রাখা হয়। জাতির পিতার জন্মশতবর্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও বেশ কিছু কারণে তা পিছিয়ে যায়। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছবির প্রথম পোস্টার এবং ৩ মে প্রকাশ করা হয় দ্বিতীয় পোস্টার। এর পর ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয় ছবির ট্রেলার।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, দিলারা জামান, রিয়াজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, মিশা সওদাগর, জায়েদ খানসহ শতাধিক শিল্পী।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder