রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউডে মাদকের ব্যবহার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শান

  |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   222 বার পঠিত

বলিউডে মাদকের ব্যবহার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শান

ফাইল ছবি

বলিউডের খ্যাতনামা সংগীতশিল্পী শান। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। একসময় প্লে-ব্য়াক সিঙ্গার হিসাবে জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। তবে কোনোদিনই বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলতে, নিজের ভাবনা চিন্তা তুলে ধরতে দ্বিধা করেননি।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন শান। সেখানে তিনি কথা বলেন সংগীতশিল্পীদের অ্যালকোহল ও মাদকের ব্যবহার নিয়ে।

শান বলেন, ‘অনেকসময়ই শিল্পীরা সৃজনশীলতা বাড়ানোর জন্য অ্যালকোহল ও ড্রাগের ব্যবহার করেন।’ যদিও এটার একেবারেই পক্ষপাতি নন তিনি। এ বিষয়ে নতুন শিল্পীদের সচেতন করেন গায়ক।

শানের কথায়, তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, সৃজনশীলতা বাড়াতে কিংবা অবসাদ দূর করার সমাধান কখনোই অ্যালকোহল কিংবা মাদক হতে পারে না। নতুন শিল্পীদের বলেন, ‘ক্যারিয়ারে পেশাদারিত্ব দেখান, কাজে মন দিন, ‘ক্রাচ’-এর মতো কোনো কিছুর নির্ভরশীল হয়ে উঠবেন না।’

শানের কথায়, ‘দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অ্যালকোহল কিংবা ড্রাগ কখনোই সমস্যার সমাধান হতে পারে না। এগুলোর ব্যবহার আদপে ক্ষতিই করে। মস্তিষ্কের কোষগুলোকে ড্যামেজ করে দেয়। এগুলো আসলেই চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। আদপে এটা প্রতিবন্ধী করে তোলে, স্বাস্থ্যেরও ক্ষতি করে।’

আরও বলেন, ‘খেলাধুলায় যেমন মাদকের ব্যবহার নিষিদ্ধ, তেমনই সংগীতশিল্পীদেরও এগুলো থেকে দূরে থাকা উচিত। শানের কথায়, ‘শর্টকাট খোঁজার পরিবর্তে নিজস্ব দক্ষতা ও প্রতিভার উপর নির্ভরশীল হন। পারফরম্যান্সের আগে অ্যাকলোহল কিংবা মাদক সেবনের কী প্রয়োজন সেটা সত্যিই বুঝি না।’

পারফরম্যান্সের আগে অ্যালকোহল গ্রহণের প্রবণতা প্রসঙ্গে শান বলেন, ‘যখন আপনি এক পেগ পান করে গান গাইতে শুরু করেন, তখন হয়ত সেটা দারুণ হয়। দুই পেগ পান করার পর আপনার আবেগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আপনি আবেগে ভেসে যান।’

অতিরিক্ত মদ্যপানের বিষয়ে সতর্ক করে কিছুটা কৌতুকের সুরে শান বলেন, ‘চার পেগ পান করে যখন আপনি গান গাইতে উঠবেন, তখন দেখবেন আপনিই গাইছেন, কেউ আর আপনার গান শুনছে না।’

ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটি খেয়াল করে শান বলেন, ‘আরও দায়িত্বশীল হোন, নিজের বিষয়ে সচেতন হন, ক্ষণস্থায়ী বিষয়ের দিকে ঝুঁকবেন না। এটা আসলে আপনার প্রতিভাকে নষ্ট করে দেয়। ধীরে ধীরে চিন্তাশক্তি নষ্ট করে দেয়। এর দীর্ঘমেয়াদী ফল খুবই খারাপ।’

Facebook Comments Box

Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!