শুক্রবার ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামী মারা গেছে অনেক আগে, কার জন্য সিঁদুর পড়েন রেখা!

  |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   255 বার পঠিত

স্বামী মারা গেছে অনেক আগে, কার জন্য সিঁদুর পড়েন রেখা!

ফাইল ছবি

বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে শুধু বিতর্ক। ৬৯ বছরে কখনও প্রেম নিয়ে নাম জড়িয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে, আবার কখনও সঞ্জয় দত্তের সঙ্গে। এমনকী জুটেছে ‘ঘরভাঙানি’ তকমাও। একে একে তার চরিত্র নিয়েও উঠেছে বহু প্রশ্ন।

মাত্র ১৩ বছর বয়স থেকে সাংসারিক অনটনের তাগিদে শোবিজে ডেবিউ করতে হয়েছিল রেখাকে। এরপর রেখা বিয়েও করেন। দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়াল ছিলেন তার স্বামী। বিয়ের কিছু মাসের মধ্যে যদিও আত্মহত্যা করেন মুকেশ।

সাধারণত সনাতনী রীতি অনুযায়ী, স্বামী বিয়োগে সিঁদুর মুছে ফেলতে হয় স্ত্রীকে। কিন্তু স্বামী মারা যাওয়ার পরেও সিঁদুর পরতেন রেখা। এখনও সিঁদুর পরতে দেখা যায় তাকে!

এ নিয়ে অবশ্য আলোচনা একেবারে কমও হয়নি। কেন সিঁদুর পড়তেন, তা নিয়ে জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, “যে শহরে আমার জন্ম সেখানে সিঁদুর ফ্যাশনের অংশ। আমার মনে হয় সিঁদুর পরলে আমাকে দেখতে ভাল লাগে। তাই নিজের জন্যই সিঁদুর পরি আমি। সিঁদুর আমাকে বেশ মানায়।”

এদিকে অভিনেতা পুনিত ইসার অভিনেত্রীর এই বক্তব্যের ওপর কটাক্ষ করে রেখার উদ্দেশ্যে বলেছিলেন, রেখা নাকি সিঁদুর পরেন অমিতাভ বচ্চনের জন্য। তাদের প্রেম যে ছিল, এ খবর তো সকলেরই জানা। তবে তারা বিয়ে করেছিলেন কিনা এ নিয়ে গুঞ্জন থাকলেও সঠিক কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি।

সব মিলিয়ে এ নিয়ে বিতর্কে ভরা জীবন রেখার। এরপরও তাকে নিয়ে মানুষের মনে আগ্রহে কিন্তু একটুও ভাঁটা পড়েনি।

সূত্র : টিভি নাইন

Facebook Comments Box

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!