রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাপলের শোরুমে ঢুকে পড়ল লাইনচ্যুত ট্রেন

  |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   147 বার পঠিত

অ্যাপলের শোরুমে ঢুকে পড়ল লাইনচ্যুত ট্রেন

সংগৃহীত ছবি

নরওয়েতে ট্রেন লাইচ্যুত হয়ে একটি শোরুমে ঢুকে পড়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলোর একটি বাণিজ্যিক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়েছে। এরপর এটি একটি কম্পিউটার ও মোবাইল ফোনের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

অসলোর প্রধান ট্রেন স্টেশনের কাছে স্টরগাটার একটি সংযোগস্থলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ সময় এ কমিউটার ট্রেনে মাত্র ২০ যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মহনসিন মুনির নামের এক ব্যক্তি নরওয়েজিয়ান মিডিয়াকে বলেন, ট্রেনটি প্রচণ্ড গতিতে আসছিল। এ সময় এটির বাঁ দিকে বাঁক করার কথা ছিল। কিন্তু এটি লাইনচ্যুত হয়ে সোজা সামনে এবং দোকানের মধ্যে ঢুকে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য ট্রেনের চালককে সন্দেহ করা হচ্ছে। তবে তাকে এখনও চিহ্নিত করা যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ট্রেনটির বেশিরভাগ অংশ দোকানের ভেতরে ঢুকে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চালকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎিসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে যে তারা নরওয়েজিয়ান নিরাপত্তা তদন্ত কর্তৃপক্ষের সদস্যদের আসার জন্য অপেক্ষা করছে। এ ছাড়া দুর্ঘটনার পর চারতলা ভবনটির কাঠামোগত ক্ষতি পরীক্ষার জন্য এটি পুরোপুরি খালি করা হয়েছে।

নরওয়ের রাজধানীতে অসলোতে পাতাল ও রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পোরভিয়েন। প্রতিষ্ঠানটি প্রতি বছরে প্রায় ৫০ মিলিয়ন যাত্রী পরিবহন করে থাকে।

Facebook Comments Box

Posted ১১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!