| শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত
মাথায় টাক পড়লে অনেকে উপহাসের পাত্র হন। এ জন্য জনসমক্ষে বের হতেও লজ্জা পান কেউ কেউ। হীনমন্যতায় ভোগা এসব মানুষের মনোবল বাড়াতে এবার তাদের পাশে দাঁড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দলের এক বিধায়ক। টেকোদের দেওয়া হয়েছে সংবর্ধনা।
তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বুধবার ১০০ টাকমাথার মানুষকে অনুষ্ঠানের মাধ্যমে গোলাপ ফুল ও পাঞ্জাবি উপহার দেন। ক্যানিংয়ের জীবনতলা বাজারে জমকালো আয়োজনের ওই অনুষ্ঠানকে অনেকে ‘টাক সংবর্ধনা’ বলছেন।
বিধায়ক বলেন, আমার বিধানসভা এলাকায় যাদের মাথায় চুল নেই তাদের সংবর্ধনা দেব আমি। আপাতত দুটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হলো এ কর্মসূচি। আগামীতে গোটা বিধানসভায় এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে তিনি বলেছেন, ‘টেকো মানেই বুদ্ধিমান, জ্ঞানী। টাক থাকে বুদ্ধিজীবীদের।’
শওকতের দাবি, সবাই নতুন কিছু করার চেষ্টা করছেন বলে তিনিও স্বতন্ত্র একটি উদ্যোগ নিয়েছেন। এবার এলাকার টাক মাথার লোকেদের শুধু সংবর্ধনা দিয়েছেন। কিছুদিনের মধ্যে বড় করে প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা রয়েছে তার। ওইদিন মূলত বিজয়া সম্মিলনীর আয়োজনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি টেকোদের হাতে উপহার তুলে দেওয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
Posted ৯:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
manchitronews.com | Staff Reporter