| সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 185 বার পঠিত
স্পেনের একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। থিয়েটার নামের ওই নৈশক্লাবে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, যে পরিবারের সদস্যরা জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করছেন তারা সবাই মারা গেছেন। এর মধ্যে একজন অংশগ্রহণকারী জানান, আমি, আমার খালা এবং খালাতো ভাই-বোনরা সবাই মিলে অনুষ্ঠান শেষে ফিরে এসেছি। শুধু আমার একজন কাজিন আসেনি। এটা এখনও নিশ্চিত না যে, সে বেঁচে আছে নাকি মারা গেছে।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder