
| বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট | 370 বার পঠিত
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর ঝুঁকি এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হচ্ছে।
এর আগে বুধবার (৪ জুন) যুক্তরাষ্ট্র সরকার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা ৯ জুন থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তালিকাভুক্ত দেশগুলোর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এ নিষেধাজ্ঞার আওতায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ রয়েছে।
এছাড়া, এর আগে গত ২৩ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশে যারা ভিসার জন্য আবেদন করবেন, তাদের তথ্য আরও গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। সন্দেহজনক মনে হলে আবেদন সরাসরি বাতিল করে দেবেন কনস্যুলার কর্মকর্তারা।
Posted ১০:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
manchitronews.com | Staff Reporter