সোমবার ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ লাখের বেশি মুসল্লি এবার হজ করেছেন

  |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

১৬ লাখের বেশি মুসল্লি এবার হজ করেছেন

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করেছেন বিশ্বের ১৭১টি দেশের ১৬ লাখেরও বেশি মুসলমান। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের হজে নিবন্ধিত হাজিদের সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন।

এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিদেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। পুরুষ হাজি ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন, আর নারী হাজি ছিলেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।

যাতায়াত ব্যবস্থার হিসাব অনুযায়ী, বিমানপথে সৌদি আরবে গিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন হাজি, নৌপথে গেছেন ৫ হাজার ৯৪ জন, আর সড়কপথে মাইক্রোবাস, প্রাইভেট কারসহ অন্যান্য মাধ্যমে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন।

বৃহস্পতিবার (৫ জুন) পালিত হয় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উকুফে আরাফা। মিনায় রাতযাপন শেষে ফজরের নামাজ আদায় করে সকালেই হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হন। সেখানে তাঁরা খুতবা শুনেন, একত্রে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া, ইবাদত ও কোরআন তেলাওয়াতে সময় কাটান। সন্ধ্যার পর হাজিরা মুজদালিফায় গমন করেন, যেখানে তারা মাগরিব ও এশা একত্রে আদায় করে রাত যাপন করেন।

আরো পড়ুন : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

১০ জিলহজ সকালে হাজিরা মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ (রমি) করবেন, এরপর কোরবানি দিবেন এবং চুল ছেঁটে বা মুণ্ডিয়ে ইহরাম মুক্ত হবেন। এরপর তাঁরা কাবা শরিফে গিয়ে তাওয়াফে জিয়ারত ও সাফা-মারওয়ার সাঈ সম্পন্ন করবেন।

পরবর্তী দুই দিন—১১ ও ১২ জিলহজ—তারা ছোট, মাঝারি ও বড় তিনটি শয়তানকে প্রতিদিন সাতটি করে কঙ্কর নিক্ষেপ করবেন। কেউ কেউ ১৩ জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করে রমি সম্পন্ন করবেন।

হজ চলাকালে সৌদি প্রশাসন ব্যাপক নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। এবারের হজ আয়োজনেও অংশ নিয়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবক, চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য হজ শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং ভ্রাতৃত্ব, সংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা বহন করে। এবারের অংশগ্রহণকারী বিশাল সংখ্যাটি বৈশ্বিক মুসলিম ঐক্যের একটি স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!