
| শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
সংগৃহীত ছবি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পরিত্যক্ত হাস্কিং মিলের আবর্জনার স্তূপে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আলী হোসেন কাল্লু। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
‘আলী হোসেনের বাড়ি লীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়ায়। তবে অন্তত এক দশক ধরে তিনি হাকিমপুর পৌর এলাকার একটি হাস্কিং মিলের টিনশেডে বসবাস করে আসছিলেন,’ বলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
তিনি আরও জানান, ওই হাস্কিং মিলের মালিক সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই ব্যক্তিকে হাকিমপুর পৌর এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তবে রাতে চাতালের একটি টিনের শেডে ঘুমাতেন। কেউ খেতে দিলে খেতেন, মাদকাসক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নাজমুল হক বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে রাত ১১টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।’
আলী হোসেনের ছেলে হৃদয় মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১০টার দিকে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে তার বাবার দাফন সম্পন্ন হয়েছে। ‘দুই-তিন মাসে একবার করে বাবা বাড়িতে আসতেন। শেষবার এসেছিলেন সপ্তাহ খানেক আগে,’ বলেন হৃদয়।
তিনি জানান, তারা তিন ভাই-বোন। দুই বোনের বিয়ে হয়েছে সৈয়দপুরেই। হৃদয় পেশায় রাজমিস্ত্রি। বাবার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাবা ভবঘুরে মানুষ। নেশাও করতেন। গত ১০-১১ বছর ধরে হিলিতে বসবাস করতেন।’
‘সপ্তাহ খানেক আগে বাড়িতে আসার পর দেখলাম শরীর খারাপ। নিষেধ করেছিলাম বাইরে যেতে। বাড়ির সবাই মানা করেছিল। এখানে ভালো লাগছে না জানিয়ে হাকিমপুরে চলে গেল’ ।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
manchitronews.com | Staff Reporter