| রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 162 বার পঠিত
নাটোরের সিংড়ায় বারনই নদীতে গোসলে নেমে ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশু দুটি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা ও সাহাদ ইসলামের ছেলে সবুর। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের বরাতে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসলে নামে। নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর বাঁচাতে গেলে সেও ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়সহ পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের সন্ধান না পেয়ে পুলিশকে জানানো হয়। এক পর্যায়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
manchitronews.com | Pabitra talukder