সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় >>
জাতীয় >>

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ছুটছেন রাজা

পাবনা প্রতিনিধি   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   221 বার পঠিত

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ছুটছেন রাজা

অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ পাবনা-৩ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।  শুক্রবার বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজার এবং আজ শনিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান এবং ভোট প্রার্থনা করেন। সেইসঙ্গে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্যকালে হাসানুল ইসলাম রাজা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কেউ আবার ধানের শীষ পেয়ে গেছেন মর্মে প্রচারণা চালাচ্ছেন। যাদের সুদীর্ঘকাল ধরে এই আসনের মাটি মানুষের সাথে কোন সম্পর্ক ছিল না।৷ আচার আচরণ ছিল না। তিনি কিনা মন্ত্রী হবার আশ্বাসে এই আসনের সাধারণ সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন। তারা নাকি কৃষি মন্ত্রী হবেন। তারাতো কৃষক না। কখনো কৃষি কাজ করেছেন বলেও মনে হয় না। কারণ আপনাদের পৈত্রিক পেশা ছিল জোলা। কৃষকের জীবনমান কেমন তা জোলারা কি করে বুঝবে। আমরা জোলাকে কৃষি মন্ত্রী চাই না।

তিনি আরো বলেন, তাই পাবনা-৩ এলাকাবাসীকে বলছি আপনারা জেগে উঠুন। ঘরে ঘরে আওয়াজ উঠান, আমরা বাইরের কাউকে এমপি চাই না। এই আসনের স্থানীয় প্রার্থীকে এমপি চাই।

হাসানুল ইসলাম রাজা বলেন, আপনারা আমার পাশে দাঁড়ান সহযোগিতা করুন।  আমি নির্বাচনে জয়ী হলে সকল অনিয়ম-দূর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে উন্নয়ন বঞ্চিত পাবনা-৩ এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সাধারণ মানুষের সকল সুবিধা নিশ্চিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল সেক্টরে উন্নয়নে কাজ করবো। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলায় গ্যাস সংযোগ নিয়ে আসবো। কলকারখানা ও হাইটেক পার্ক স্থাপন করে বেকার যুবক-যুবতী তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আগামীতে পাবনা-৩ এলাকা হবে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি এলাকা।

এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, মোবারক হোসেন সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!