| সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফ্রিজের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের ছোটশালজান গ্রামে এ ঘটনা ঘটে।
ইসমাইল ওই গ্রামের কামাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ইসমাইল ঘরে একটি ফ্রিজের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ ঘোষ সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
manchitronews.com | Staff Reporter