রবিবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৭ দিনের সন্তান কোলে নিয়ে অফিস করলেন মেয়র

  |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   262 বার পঠিত

৩৭ দিনের সন্তান কোলে নিয়ে অফিস করলেন মেয়র

সংগৃহীত ছবি

মায়ের কোলে সদ্যোজাত শিশু। বয়স মাত্র ৩৭ দিন। তাকে নিয়ে অফিসে ঘাড় গুঁজে ফাইলে সই করছেন এক তরুণী। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। এই তরুণী কেরলের রাজধানী শহর তিরুঅনন্তপুরমের সিপিএম পরিচালিত পুরবোর্ডের মেয়র আর্যা রাজেন্দ্রন।

গত ১০ আগস্ট তিরুঅনন্তপুরমের এসএটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আর্যা। তার পর থেকে বাড়িতেই ছিলেন। কিন্তু অন্য দিকে ফাইল জমে যাচ্ছিল মেয়রের দফতরে। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক মাস ছ’দিনের মেয়েকে কোলে নিয়েই তিনি পৌঁছে যান দফতরে। সেখানে বেশ কিছু ফাইলে সই করেন। তার পর বৈঠক করেন পুর আধিকারিকদের সঙ্গেও। কেরলে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। সে সব বিষয়েই আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

আর্যার বয়স এখন ২৪ বছর। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী ছিলেন। সেখান থেকেই দলের সদস্যপদ পান। ২০২০ সালের ডিসেম্বরে কেরলের পুলসভাগুলির ভোট ছিল। তিরুঅনন্তপুরম পুরসভায় তাঁকে প্রার্থী করেছিল দল। জেতার পর এই তরুণীকেই মেয়র করার সিদ্ধান্ত নেয় পার্টি।

সেই পুরভোটের চার মাসের মধ্যেই কেরলে বিধানসভা ভোট ছিল। শহরের মানুষের জনমত দেখে কেরল সিপিএম ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিল। তার পর দেখা যায়, বিধানসভা ভোটে কেরলের রীতি ভেঙে পর পর দু’বার সরকার গড়েছে বামেরা। কন্যা শিশুকে কোলে নিয়ে মেয়র আর্যা রাজেন্দ্রন তার স্বামী শচীন দেব ।

আর্যা এখন দেশের সর্বকনিষ্ঠ মেয়র। তার স্বামী শচীন দেব কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। শচীনও এসএফআই থেকেই উঠে এসেছেন।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের সময়েই আর্যা-শচীনের বন্ধুত্ব হয়। তার পর তা গড়ায় প্রেমে। গত বছর সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। সিপিএমের এই তরুণ দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া।

Facebook Comments Box

Posted ৬:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!